Website: www.sumitahsan.com <br /> <br />Facebook Page : https://facebook.com/sumitahsan0 <br /> <br />Contact : <br />+8801533466251 <br /> <br />Email ID : <br />contact@sumitahsan.com <br /> <br />#বাংলা <br />#কবিতা <br />#আবৃত্তি <br />#বাংলা_কবিতা <br />#কবিতা_আবৃত্তি <br />#বাংলা_আবৃত্তি <br /> <br />বছর চারেক পর <br />লেখাঃ সৃজা ঘোষ <br /> <br />দেখা হল বছর চারেক পর, <br />তুইও এখন অন্য কারোর বর, অন্য কারোর ঘর। <br />এখন অনেক হাল্কা রঙের শার্ট, <br />ঠোঁটের নীচের চুম্বকটাও নেই. <br />ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, <br />দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই। <br />এখন অনেক শান্ত হয়েছিস, <br />রগচটা সেই চোখ দুটো 'সংসারী'... <br />বছর চারেক পরে আবার দেখা, <br />মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাড়ি! <br />এখন অনেক বুঝতে পারিস বুঝি? <br />আমার প্রিয় গন্ধটা আর মাখিস? <br />নতুন মানুষ আদর করার পরে- <br />আলগা পিঠে জল-আলপনা আঁকিস? <br />আমার মতন সেও কি অভিমানী? <br />চুল খুলে দেয়?, লাল টিপ সেও পরে? <br />আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর! <br />কেই বা এখন মিথ্যে নালিশ করে? <br />নেভি ব্লু-টা ছাড়াও তো শার্ট পরিস, <br />আমার বেলায় রাজিই হতিস না যে? <br />আচ্ছা এখন বাংলা ছবি দেখিস? <br />নাকি আজও আঁতেল ছবি- বাজে? <br />এখনও কি ঠান্ডা লাগার ধাঁচ? <br />মাথা মুছিস কার বকুনি খেয়ে? <br />ফুটবলে আর হাত পা কাটিস নাকি? <br />ভাল্লাগে আর কাব্য করা মেয়ে? <br />আগের মতই দেরিতে ঘুম ভাঙে? <br />নাকি 'নতুন' আগেই জাগায় তোকে? <br />কানের নরম কামড়ে ধরে কেউ, <br />একটা কিছু বলতে চাওয়া ঝোঁকে? <br />নতুন মানুষ বৃষ্টি ভালবাসে? <br />আমার মতন জোর করে ভেজবার? <br />নাকি এখন তোর বারণের জোরে, <br />বৃষ্টি থামায় বর্ষা হাজার বার! <br />সেই ব্যথাটা আজও জ্বালায় খুব? <br />সেও কি জানে কপাল টিপে দিতে? <br />আচ্ছা অমন জাপটে ধরে সে-ও? <br />পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে? <br />তার নিশ্চই বুকের ব্যথা নেই, <br />নিশ্চই নেই মন খারাপের ব্যামো? <br />আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে, <br />আগের মতন নাক উঁচু নস কেন! <br />এই তো কেমন বেল্ট ঘড়িও পরিস, <br />আমার বেলায় চেনের বাড়াবাড়ি?- <br />নতুন মানুষ দিব্যি রেখেছে তো! <br />কক্ষণো তার জন্যে বলিস 'আড়ি'? <br />কাবাব আজও অমন ভালবাসিস? <br />মাংসখেকো নাম কি দিতাম সাধে <br />আজকে দেখি ভিড়ের মাঝে তোকে <br />সত্যি গুলোই বলতে কেমন বাধে। <br />আচ্ছা, তোর ওই অভ্যেস টা আছে? <br />অল্প কথায় আজও ছেড়ে আসিস? <br />নতুন মানুষ ঝগড়া করার আগেই, <br />বুকের ভেতর অমন ভালবাসিস! <br />তারও হঠাৎ মন্দ কিছু হলে, <br />চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস? <br />আচ্ছা সেও শক্ত করে ধরে <br />কাছে চেয়ে জ্বালায় অহর্নিশ? <br />সেও কি খুব তুই-পাগলী মেয়ে? <br />চশমা পড়ে? কথায় কথায় কাঁদে? <br />সেও কি খুব কষ্ট পেলে একা- <br />খুব গোপনে জায়গা খোঁজে ছাদে? <br />সে বুঝি খুব বকবকিয়ে নয়? <br />স্বল্পভাষী? চাইতি যেমন তুই? <br />আজকে কেমন নরম দেখায় তোকে, <br />একটা ভিড়ে থমকে গেছে দুই। <br />এই যে এখন চুপটি করে একা, <br />দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে <br />নতুন মানুষ, নতুন নতুন প্রেমে <br />খুব বেঁধেছে শক্ত করে নিয়ে? <br />আমার মতো ও ও কি এত ভোগে? <br />শরীর খারাপ হলেই তোকে চায়? <br />বিদঘুটে সব গান শুনলে ওরও <br />সমস্ত রাগ এমনিই কেটে যায়! <br />ইনসোম্যানিক সে নিশ্চই নয়? <br />রাত জাগবার ঝক্কিটা আর নেই। <br />ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে <br />হারিয়ে যাবো ও চোখ ফেরালেই। <br />তোকে দেখে সুখীই মনে হল, <br />হয়ত নতুন ঘরেই বেশি আলো- <br />আমার মতন জ্বালায় না আর কেউ, <br />নতুন মানুষ আমার চেয়েও ভাল। <br />দেখা হল বছর চারেক পর। <br />তুই এখনো আমার একার ঘর <br />আমার একার বর।